রাহুল একজন ভারত জাতীয়তাবাদী মতাদর্শপুষ্ট একজন মানুষ। তার দাদা এবং বাবা এই ভারত জাতীয়তাবাদের নেতা হিসেবে ছিলেন। ছোটবেলা থেকেই এই মতাদর্শে সে বড় হয়ে গড়ে ওঠে। যে পেশায় একজন ডাক্তার । সে ছোটবেলা থেকেই আর্থিক দৈন্যদশার জন্য ভারতীয় সরকারের অনুদানে লেখাপড়া করে এসে এই অবস্থায় এসেছে। এই কঠিন সময়ে তার পাশে ছিলো তার স্ত্রী কাজল। তাদের বিয়ের কিছু বছর পরে কাজল একটি দুরারোগ্য ব্যধীতে আক্রান্ত যার চিকিৎসা যত দ্রুত সম্ভব করা লাগবে। তবে এর জন্য অনেক অর্থের প্রয়োজন যেই চিকিৎসা উন্নত দেশে করা লাগবে রাহুল চাইলেই নিজে তা করতে পারবেনা সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারত বিরোধী আন্দোলন সে লক্ষ্য করে। বিভিন্ন ক্যাম্পাসের সামনে ভারতের পতাকা মাটিতে রেখে ছাত্রদের তা পদদলিত করা তাকে কষ্ট দেয়। এমতবস্থায় তার চেম্বারে কিছু বাংলাদেশী রোগী আসে। অন্য সময় হলে সে বাংলাদেশীদের এরুপ ভারত বিরোধী আন্দোলনের জন্য তাদের চেম্বার থেকে বের করে দিতো চিকিৎসা না করে।