২০৭৫ সাল। জ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে- বিশ্বের মানুষের হাতে এসেছে সুপারহিউম্যান জেনারেশন টেকনোলজি। কিন্তু বিভিন্ন দেশ এই টেকনোলজির বৈধতা দেয়া থেকে বিরত রয়েছে বিবিধ কারণে। আবার কিছু দেশ বৈধতা দিয়ে উচ্চ পর্যায়ের ট্যাক্স ও সার্ভিস চার্জ আরোপ করে সুফল পাচ্ছে। সেই সাথে জনশক্তির মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জাতিসংঘ এই লক্ষ্যে ‘জ্ঞানভিত্তিক পরাশক্তি ২০৭৫’ এই প্রটোকলে স্বাক্ষর দেশগুলোর জন্য উন্মুক্ত করেছে। "