স্বচ্ছ চিকিৎসক: একজন স্বচ্ছ চিকিৎসক রোগীর সঙ্গে সব গুরুত্বপূর্ণ তথ্য খোলামেলা ভাবে শেয়ার করেন—রোগ নির্ণয়, ঝুঁকি ও চিকিৎসার বিকল্পসহ। তাঁর লক্ষ্য হলো রোগীকে পুরোপুরি অবগত রাখা।
ভারসাম্যপূর্ণ চিকিৎসক: একজন ভারসাম্যপূর্ণ চিকিৎসক শুধু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন, রোগীর জন্য যেটুকু জানা দরকার এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেটাই জানান।